তারণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজে গতকাল ৪ঠা ফেব্রুয়ারী সকালে পরিবেশ সুরক্ষা, উন্নয়ন ও দূষণ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে. এম ইকরামুল করিমের সভাপতিত্বে সভায় পরিবেশ ও সুরক্ষা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের ভূগোল বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম।
এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু জিহাদ আনছারী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক কল্লোল কুন্ডু, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক বাংলা বিভাগের মোঃ মাসুদুজ্জামানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।