ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
শ্রীপুরে লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৪ ১৫:০৬:৫৬

রাজবাড়ী শহরের শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার হিফজুল কুরআন শাখা ও ইসলামিক কিন্ডার গার্টেনে গতকাল ৪ঠা জানুয়ারী সকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল আলম উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা মোঃ হেমায়েত উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মাওলানা তাওহীদুর রহমান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক সাদমান সাকিব রাফি ও শিরিনা আক্তার উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন রাজবাড়ী শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার হেফজুল কোরআন শাখা ও ইসলামিক কিন্ডার গার্টেনের মুহতামিম হাফেজ মাওলানা মামুন মোল্লা। 

 অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 অতিথিরা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং তাদের উন্নত ভবিষ্যতের জন্য দোয়া করেন।

 

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্মিলিত  প্রচেষ্টায় রাজবাড়ী জেলাকে এগিয়ে নিতে হবে------জেলা প্রশাসক
রাজবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
সজ্জনকান্দায় ৩৩হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে শক লেগে শিশু আহত
সর্বশেষ সংবাদ