ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
রাজবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০২-০৪ ১৫:০৯:৩০

 রাজবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৪ঠা ফেব্রুয়ারী সকাল ১১টায় কালেক্টরেটের সম্মেলনে কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, এনডিসি নাহিদ আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) হোসেন শহীদ সরোওয়ার্দী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুন অর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আল কামাল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী, বিআরডিবির উপ-পরিচালক লুৎফুন নাহার,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান, রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আবুজাউল আলম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মেদ, সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য, সাঈদুজ্জামান সাকিব, এইচ এম হাসিবুল ইসলাম ও মীর মাহমুদ সুজনসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 প্রস্তুতিমূলক সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুই দিনব্যাপী বই মেলা, আলোচনা সভাসহ সকল অনুষ্ঠান শহরের আজাদী ময়দানে অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। 

 এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত নির্দেশনা অনুযায়ী স্ব-স্ব দপ্তরকে বলা হয়।

 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল অনুষ্ঠানে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অন্ষ্ঠুানটি সফল করতে সহায়তা করবে। রাজবাড়ী জেলায় আমি অল্প কয়েকদিন হলো যোগদান করেছি। এই অল্প সময়ে রাজবাড়ীকে ভালোবাসার একটি জায়গায় নিয়ে গেছি। প্রতিটি কর্মস্থলকেই আমি অনেক ভালোবাসি। এখানকার প্রেক্ষাপটে মনে হয়েছে সারা বাংলাদেশের মধ্যে রাজবাড়ী জেলার মানুষ শান্তিকামী ও সহায়তা প্রবণ। সাংস্কৃতিক দিক থেকে এ জেলার মানুষ অনেক ধনী। সাংস্কৃতিক বিভিন্ন পারফরম্যান্সে আমি মুগ্ধ হয়েছি। পরিশেষে বলতে চাই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আমরা যার যার অবস্থান থেকে পাশে থাকবো।

 
স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্মিলিত  প্রচেষ্টায় রাজবাড়ী জেলাকে এগিয়ে নিতে হবে------জেলা প্রশাসক
রাজবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
সজ্জনকান্দায় ৩৩হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে শক লেগে শিশু আহত
সর্বশেষ সংবাদ