ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর জব্বার ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ খালেক করোনায় আক্রান্ত
  • হেলাল মাহমুদ
  • ২০২০-০৮-১৭ ১৫:২০:৪৪
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বার এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র নেতা এডঃ এম.এ খালেক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বার(৭৩) এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র নেতা এডঃ এম.এ খালেক(৬৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তারা দু’জন গত ১৩ই আগস্ট জেলা সদর হাসপাতালে নমুনা জমা দিয়েছিলেন। গত ১৬ই আগস্ট তাদের দু’জনের রিপোর্টই ‘পজিটিভ’ এসেছে। 
  ফকীর আব্দুল জব্বারের ছেলে ফকীর রুমন এবং এডঃ এম.এ খালেকের ছেলে এম.এ খালেদ পাভেল জানান, উপসর্গ থাকায় গত ১৩ই আগস্ট তারা রাজবাড়ী সদর হাসপাতালে করোনা নমুনা দেন। গত ১৬ই আগস্ট তাদের দু’জনের রিপোর্টই ‘পজিটিভ’ এসেছে। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তারা দু’জনেই হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ্যতার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এ ছাড়াও জেলা বিএনপির নেতা গোলাম কাশেম ও স্বেচ্ছাসেবক দলের নেতা কাওছার মাহমুদসহ বিভিন্ন বয়সী শিশুসহ নারী ও পুরুষ করোনা পজেটিভ হয়েছেন।  
   উল্লেখ্য, রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী গত ১৬ই আগস্ট আরও ৯৩ জনসহ এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২হাজার ১৪ জনে। এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে মোট ৮ হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার মধ্যে ৮ হাজার ৯০ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ৬২ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৭৮ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১৮ জন মারা গেছেন। এছাড়া ৩৩ জন হাসপাতালে ভর্তি এবং ৮৮৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 
  গত ১৬ ও ১৫ই আগস্ট প্রাপ্ত রিপোর্টে যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের নাম উপজেলা ভিত্তিক দেয়া হলো।
   রাজবাড়ী সদর উপজেলা ঃ জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার(৭৩), সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ এম.এ খালেক(৬৪), প্রফেসর মনিরুজ্জামান(৫২), মোঃ তাহের উদ্দিন(৫৩), আবু সাঈদ(৫৫), হাফিজুর রহমান(২৮), মতিয়ার রহমান(৩১), খাদিজা(৪০), আকরাম হোসেন(২৪), নাহিদ(২৭), আফরোজা(৪৯), গোলাম কাশেম(৫২), সাজ্জাদুল ইসলাম(২৩), আমেনা আক্তার(৩৬), রুমি(৩৬), মোঃ সোহেল(২৩), মোঃ সেলিম(২৮), রাশেদা(৫০), বিপুল কুমার(৩৯), সাবিনা(৩৯), মোঃ আফাজ আলী(৩৫), ফাহিমুল হাসান(২৬), আজাদ আনোয়ার(৪৮), আব্দুল মোমিন খান(৪৫), আসাদুজ্জামান(৩৯), নাজমুন নেছা(৫২), লিপি(৩৫), হোসেন শেখ(৪২), সাজেদা(৬০), জাকির হোসেন(৪৯), মিথুন বিশ্বাস(৩০), তারিকুজ্জামান(৪৩), শুকরিয়া(২), মিষ্টি(৩০), রাশিদা(৪৩), ছলিম বিশ্বাস(৬৫), তানিয়া(৩৫), সোহেল(২৩), কনিকা রাণী দাস, হোসনেয়ারা(৪০), মেহেদী হাসান মামুন(৩০), আবুল কাশেম(৪৪), জাকিয়া সুলতানা(৬০), তৈয়বুর রহমান(৪৫), মোমিন শেখ(৪৮), মোঃ রশিদুদ্দিন খান(৪২), সখিনা(৬০), রবীন্দ্র নাথ(৩৫), আমেনা(৩৫), হুমায়ুন কাহির(৩২), বিল্লাল হোসাইন(৪৭), ফরিদ উদ্দিন(৫০), ফরিদা(৩৯), আক্তারুজ্জামান(৫৬), জান্নাতুল(৭), রফিকুজ্জামান(৪০), আব্দুল মজিদ মন্ডল(৭২), শিশির(৯), শান্ত কুমার গোস্বামী(৫৮), মোঃ সিরাজুল ইসলাম(৩২), মাজেদা বেগম(৪৫), আঃ মতিন খান(৮৫), আবুল হোসেন(৭০), শাহাবুদ্দিন(৬০), নূর ইশরাত(২২), নূরজাহান(৬৫), বাবু হক(৫৫), রিজিয়া বেগম(৭৮), মোঃ রাজু আহম্মেদ(৩২), রুমানা ইয়াসমীন(৩০), আবুল হোসেন(৫০), হিমু(২৪), মোঃ ওমর ফারুক(৫৩), মোঃ আফজাল মিয়া(৩৩), কুলসুম(৫০), আব্দুর রহমান(৫৯), স্বপ্না(৪০), সালমা সুলতানা(৪৩), রাইশা(১৪), করিম মোল্লা(৫৮), আবুল কাশেম শেখ(৫৯), আলাউদ্দিন(৭৩), অনিক সাহা(২১), প্রদীপ সাহা(৫৬), পূজা সাহা(১৯), টুম্পা সাহা(২৯), স্বপ্নীল বিশ্বাস(৭), রাসেল বিশ্বাস(৩৪), মোঃ দেলোয়ার(৩৫), মোঃ সানি(২৮), মোঃ আব্দুস সোবহান(২১), মোঃ ইকবাল(৩৫), রাশিদুল ইসলাম(২৪), ইসমাইল হোসেন(৫৩), পারভেজ(২০), শিহাব শেখ(২৪), মোঃ নজরুল ইসলাম(৫৫), সুকুমার বিশ্বাস(৬২), ছবি রাণী বিশ্বাস(৪৬), সুমনা আফরিন(২৬), শৈশব(২৭), আব্দুল আজিজ(৬৫), সাজেদুর রহমান(৫৭), নূরুল ইসলাম(৩৮), মোঃ হারুন অর রশিদ(৫০), রাখি(৩০), তৃষা(২০), মোঃ কুদ্দুস(৫৫), কামরুন নাহার(৪০), শিরিনা(২০), সাঈদ(৪০), জুলফিকুর রহমান(৫২), রুদ্র গার্গি(৩৮), সোহেল আহম্মেদ(৩০), আদনান(১৯), তাজরিনা(২৫), এস.কে.এম শওকত, কাওছার মাহমুদ(৩০), সাবিনা আমির(৫২), শেখ আমিরুল(৬০) ও ফারজানা(২০)।    
  বালিয়াকান্দি উপজেলা ঃ আবু তোহা মিয়া(৫০), সুমি দাস(৩৫), আব্দুল মতিন(৩২), রুমা আফরোজ তুলি(৩৫), তারিকুল ইসলাম(৩৯), মোঃ সাইফুল ইসলাম(৪১), রণদা প্রসাদ সরকার(৬২), মোঃ তানজিদ উদ্দিন(৫৬), নাফিছা(১৮), খন্দকার মোঃ আশিক উদ দৌলা(১৭), ফরিদা ইয়াসমীন(৫০), খন্দকার মোঃ শফিক উদ দৌলা(৫৩), বিশ্বনাথ(৫৫), মজিবর রহমান(৪৮), মোঃ মহিউদ্দিন(৪৭), মনিরুজ্জামান(৩৮), নাজমা পারভীন(৫০), মোঃ আবু তারেক(৩১), কায়কোবাদ(৩২), মাধুরী মৈত্র(৬৪), সুমন মৈত্র(৩৮), ইমরান খান(৩০), কামাল হোসেন(৩৫), বিকাশ দেবনাথ(৩৬) ও মোঃ শাফিন আল হোসেন(১৮)।   
  পাংশা উপজেলা ঃ বাসনা(৬০), মোক্তার আলী(৪৫), আলমগীর(৩৮), বাদশা(২৭), লোকমান(৫০), মোঃ লিয়াকত আলী(৬৮), আলেয়া আক্তার(২২), শফিকুল ইসলাম(৪০), মোঃ সাইফুল ইসলাম(৪০), শামসুন্নাহার, লাল চাঁদ আলী(৩২), কমেলা(৫০), মৌসুমী(৪৬), কান্তা(৪১), কামরুন নাহার(৪০), তরিকুল ইসলাম(৩৯), সাদেক আলী(৮৫), রোকাইয়া নূর নাবিলা(১৭), শিরিন, নীলা(১৬), লাভলী(২৮), জিয়া(৩৫), সন্তোষ কুমার(৬৭), আলো রাণী মজুমদার(৫৮), মোঃ সাইফুল ইসলাম(৪৩), শরীফা(৩০), মনোয়ারা হোসেন(৩৭), চায়না(৪০), আবুল কালাম(৪৫), মোঃ সেলিম রেজা(৩৬), আফজানা জামান(২২), সিরাজুল ইসলাম, আহুল্লাহ(২৮), জয়ন্ত পাল(২১), আলিম মন্ডল(৫০), লাবনী(৩০), মাহবুবা(৪৩), তানজিলা(৪০), আবু জাফর(৭০), প্রান্ত, রতন(৩৬), শাহীন(৩৩), রোহান(২৮), কাজী আমজাদ(৬০), কাজী আরিফুল ইসলাম(৩০), কাইয়ুম সরদার(৫২) ও রফিকুল ইসলাম বাদশা(৫০)।    
  গোয়ালন্দ উপজেলা ঃ শাহনাজ খাতুন(৩৫), মোঃ নয়ন(২০), মোঃ মশিউর রহমান(৩৭), আব্দুর রশিদ মোল্লা(৭০), মোঃ রাশেদ(২৩), বিপ্লব কুমার বিশ্বাস(৩৬), মোঃ আবুল কাশেম(৪৫), ফুলজান(৫০) ও মোঃ রাশিদুল হক(৪১)।  
   কালুখালী উপজেলা ঃ আমিনুল মোল্লা(১৮), ফারুক(৩৫), আশা(২২), আসমা(২৬) ও আশরাফুল ইসলাম(২৫) করোনায় আক্রান্ত হয়েছে।   

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ