ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
গোয়ালন্দ কমিউনিটি পুলিশিং ডে পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-২৯ ১৪:২৯:০১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে গতকাল ২৯শে অক্টোবর সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে প্রথমে থানা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর থানা ভবনের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ইউনুস মোল্লা, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, ফজলুল হক, আলাউদ্দিন মৃধা, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসু মন্ডল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া ও সাধারণ সম্পাদক খোকন শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
  বক্তাগণ ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস, জঙ্গীবাদসহ বিভিন্ন অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান। সভা সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ