ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৮-১৮ ১৪:২৩:১৩
পাংশায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে মতবিনিময় সভায় বিদায়ী ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা শহরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
  বিদায়ী ইউএনও ও পাঠাগারের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, নবাগত ইউএনও বিপুল চন্দ্র দাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন(পাতা), রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু ও অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন শেখ মুহাম্মদ সবুর উদ্দিন।
  মতবিনিময় সভায় পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস ও আবুল হোসেন শেখ, অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, কাজী আসকার দানিয়েল সিপার, অশোক পালসহ পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালুখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ইউএনও অফিস ও মডেল থানা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদান
পাংশা শহরের পিপাসা সুপার আইসক্রীম ফ্যাক্টারীকে ৪০ হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ