ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
পাংশায় সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনে অভিভাবক সমাবেশ
  • মোক্তার হোসেন
  • ২০২২-১০-৩১ ১৫:০৩:৫৩

রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনে গতকাল ৩১শে অক্টোবর সকালে অভিভাবক সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
  সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও কাশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন পরিচালনা কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন পরিচালনা কমিটির সদস্য নওশাদ আলী চৌধুরী বাবুল ও বাহারাম সরদার প্রমূখ বক্তব্য রাখেন।
  বক্তারা বলেন, ১৯৮৮ সালের ১লা ডিসেম্বর সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন প্রতিষ্ঠার পর বর্তমানে শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠানের নিজস্ব ১০ শতাংশ জমির উপর চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে শিক্ষানুরাগী ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান তারা।
  অনুষ্ঠানে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ লোকমান হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আলী, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, শিখা খাতুন, আকরাম হোসেন বাচ্চু, আবু বক্কার, আমিনুল ইসলাম, নাসির উদ্দিন, আলমগীর হোসেন ও রাজিয়া বেগমসহ সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের সদস্যবৃন্দ শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন শ্রণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ
 গোয়ালন্দের দুর্গম কুশাহাটার চরে কম্বল নিয়ে অসহায় দরিদ্রদের পাশে ইউএনও
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ