ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
কালুখালীতে জাতীয় যুব দিবস পালিত
  • ফজলুল হক
  • ২০২২-১১-০১ ১৪:২৬:৫৯

রাজবাড়ী জেলার কালুখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, কালুখালীর আয়োজনে গতকাল ১লা নভেম্বর সকালে যুব র‌্যালী, আলোচনা সভা এবং প্রশিক্ষিত যুবদের মধ্যে ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী অনুষ্ঠিত হয়। 

  র‌্যালীটি আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

  উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, এনজিও ওয়েডের নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টু ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মধ্যে ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়। 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ