ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দে নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময়ে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান
  • মোক্তার হোসেন
  • ২০২২-১১-০১ ১৪:৩৬:৫০

রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ গতকাল ১লা নভেম্বর নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময়ে দিনভর গোয়ালন্দ উপজেলায় ব্যস্ততম সময় অতিবাহিত করেন।
  জানা যায়, রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ গতকাল মঙ্গলবার গোয়ালন্দ উপজেলার উজানচর, ছোট ভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউপি এবং গোয়ালন্দ পৌরসভায় জনপ্রতিনিধিদের সাথে পৃথক নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময় করেন। 
  এ সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজকে ফুলেল শুভেচ্ছা জানায়।
  এছাড়া গোয়ালন্দ বাজার বণিক সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ। 
  সংবর্ধনা অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
  জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজের গোয়ালন্দ উপজেলায় নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময়ের সফরসঙ্গী হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের বর্তমান প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল, রাজবাড়ী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ উপস্থিত ছিলেন।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ