রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বরের পাড়া গ্রামে ৯ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে লালন শেখ (৭০) নামে এক বৃদ্ধকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত লালন শেখ রমজান মাতুব্বরের পাড়া গ্রামের মৃত পরাণ শেখের ছেলে। গত ১লা নভেম্বর দিনগত রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। এর আগে ধর্ষণের চেষ্টার শিশুটির মা বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে।
মামলা সূত্রে প্রকাশ, গত ৩১শে অক্টোবর বিকাল ৪টার দিকে লম্পট লালন শেখ আখ খাওয়ানোর লোভ দেখিয়ে প্রতিবেশী শিশুটিকে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি ভবনের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করতে থাকে। পরে মেয়েটির মা খুঁজতে গিয়ে ধর্ষণের চেষ্টার দৃশ্য দেখতে পায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ মোঃ আমীরুল হক বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরীক্ষা শেষ করার আগে কিছু বলা সম্ভব না।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তা মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে অভিযুক্ত লালন শেখকে গ্রেপ্তার করে গতকাল ২রা নভেম্বর আদালতে সোপর্দ করা হয়।