ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দি উপজেলার ৩শত অসহায় পরিবারের মধ্যে ত্রাণের চাল বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৮-১৮ ১৪:২৮:৫১
বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও জামালপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শত অসহায় দুস্থ পরিবারের মধ্যে গতকাল ১৮ই আগস্ট সকালে সরকারী ত্রাণের ২০ কেজি করে চাল বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও জামালপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শত অসহায় দুস্থ পরিবারের মধ্যে সরকারী ত্রাণের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ১৮ই আগস্ট সকালে ইসলামপুর ও জামালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়। 
  এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, আমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিধান কুমার দাস এবং ইউপি সচিব ও সদস্যগণ উপস্থিত ছিলেন। 
  উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দুর্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে দুস্থদের মধ্যে এই চাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের দুস্থদের মধ্যেও এই চাল বিতরণ করা হবে। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ