রাজবাড়ী জেলার কালুখালীতে নানা আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালুখালী উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে গতকাল ৫ই নভেম্বর সকালে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, যশোর এম.এম কলেজের শিক্ষক খোন্দকার হাফিজুর রহমান, কালুখালী ইউসিসি লিঃ এর সভাপতি তোফাজ্জেল হোসেন, বোয়ালিয়া ঋণদান সমবায় সমিতির সভাপতি জিয়াউর রহমান, কাল্ব সমবায় সমিতির সভাপতি রেজাউল হক প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সেরা ৪টি সমবায় সমিতি ও সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়।