ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-০৫ ১৪:৫১:৪৬

রাজবাড়ীতে নানা আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে গতকাল ৫ই নভেম্বর সকালে প্রথমে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে সেখান বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এম এম শাকিলজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা এস.এম কামরুন্নাহার। আরও বক্তব্য রাখেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক ও রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল ওহাব প্রমুখ।

  বক্তাগণ দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ বিষয়ে আলোচনাসহ সমবায় কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সেরা সমবায়ীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ