রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুরে পদ্মা নদীর পাড়ে ব্যক্তি উদ্যোগে পিন্টু-মিন্টু পার্কের উদ্বোধন করা হয়েছে।
গত ৪ঠা নভেম্বর বিকালে বাহাদুরপুরের আবু হেনা পার্কের পাশে স্থানীয় দুই উদ্যোক্তা পিন্টু ও মিন্টু তাদের নামে নির্মিত পার্কটির উদ্বোধন করেন। প্রায় তিন বিঘা জায়গার ওপর পার্কটি করা হয়েছে। প্রাথমিকভাবে এতে শিশুদের জন্য ঘোড়া ও নৌকা চক্র খেলার ব্যবস্থা রয়েছে। এছাড়া নদীর পাড়ে নিরিবিলি জায়গায় বসে সময় কাটানোর জন্য ৫-৬টি ছোট ছনের ঘর নির্মাণ করা হয়েছে।
উদ্যোক্তা পিন্টু ও মিন্টু জানান, শিশুসহ সব বয়সী মানুষের বিনোদনের কথা চিন্তা করে পার্কটি করা হয়েছে। আলোকসজ্জাসহ আরও কিছু অবকাঠামো করা হবে। পুরো নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি বিনোদনের অন্যতম একটি স্থানে পরিণত হবে বলে তারা আশাবাদী। পার্কটিতে প্রবেশের জন্য কোন মূল্য লাগবে না। তবে নৌকা চক্রের রাইডে ৩০ টাকা ও ঘোড়া চক্রের রাইডে ২০ টাকা নির্ধারণ করা হয়ছে।