গতকাল ৬ই নভেম্বর প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী মৃগীর শহীদ দিয়ানত কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কালুখালী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।