ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দু’দিনের সুবর্ণ জয়ন্তী উৎসব সমাপ্ত
  • রফিকুল ইসলাম
  • ২০২২-১১-০৬ ১৩:২০:০১

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিনের বর্র্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী উৎসব গতকাল ৬ই নভেম্বর সমাপ্ত হয়েছে।
  সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্র’র ১ম পুরস্কার হিসেবে টেলিভিশন, ২য় পুরস্কার হিসেবে ডিনার সেট ও ৩য় পুরস্কার হিসেবে মোবাইল ফোনসহ মোট ১১টি পুরস্কার দেয়া হয়। 
  এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, ম্যানেজিং কমিটির দাতা সদস্য আঃ রহিম মোল্লা, সহকারী শিক্ষক তপন কুমার পাল, হাফিজুর রহমান, মাহফুজা খানম লাকি, শিল্পী বেগম, রইচ উদ্দিন, রূপ কুমার দাস (সিয়াম ইসলাম), রোকেয়া খাতুন, উর্মি খাতুন, খন্ডকালীন শিক্ষক সুরাইয়া সুম্মা প্রিয়তী, মল্লিকা হালদার, সঞ্জয় কুমার সরকার, মিরা ইসলাম, গোলাম রসুল খান, উত্তম কুমার হালদার, বিথী সরকার ও নুরুন নাহার রূপাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  এর আগে গত ৫ই নভেম্বর ২দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনে আনন্দ র‌্যালী, কেক কাটা, বেলুন ওড়ানো, আলোচনা, স্মরণিকার মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ, লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
  উদ্বোধনী দিনের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ঢাকার ইন্সপেক্টর আবুল বাশার মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ, রাজবাড়ী শিক্ষা সহায়তা ফোরামের সভাপতি ডাঃ মোঃ জাহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ