গতকাল ৮ই নভেম্বর সকালে বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে এইচএসসি পরিক্ষা দিতে যাওয়ার সময় রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের হড়াই ব্রীজ এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিক্সা আরোহী ৩জন পরীক্ষার্থী আহত হয়। খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে পাঠানোসহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।