ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পাংশার বেকারী-ফার্মেসী ও মুদী দোকানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-১৩ ১৪:২৮:১৩

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার পারনারায়ণপুর বাজারের ১টি বেকারী ও ১টি ফার্মেসী এবং মৈশালা বড়গাছী বাজারের ১টি মুদী দোকানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ১৩ই নভেম্বর অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পারনারায়ণপুর বাজারের মুসলিম বেকারীকে ১০ হাজার টাকা, একই বাজারের রুহী ফার্মেসীকে ৩হাজার টাকা এবং মৈশালা বড়গাছী বাজারের খান স্টোরকে ৪হাজার টাকা জরিমানা করা হয়। পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।  

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ