ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে এনজিও ধরণী’র পক্ষ থেকে ত্রাণ হিসেবে ২০জনকে নগদ অর্থ প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-২০ ১৫:০১:৪৯
রাজবাড়ীর এনজিও ‘ধরণী সমাজকল্যাণ সংস্থা’র পক্ষ থেকে গতকাল ২০শে আগস্ট ত্রাণ হিসেবে ২০ জনকে নগদ অর্থ প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ীর এনজিও ‘ধরণী সমাজকল্যাণ সংস্থা’র পক্ষ থেকে ত্রাণ হিসেবে ২০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। 
  গতকাল ২০শে আগস্ট বেলা ১১টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ত্রাণের নগদ অর্থ (জনপ্রতি ৪শত টাকা করে) বিতরণ করা হয়। 
  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) আরিফুর রহমানের সভাপতিত্বে এবং ধরণী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তৌফিক-এ-রব্বানী তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ