ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
দৌলতদিয়া থেকে চারটি চোরাই মোবাইল ফোনসহ ২জন গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১১-১৬ ১৩:৫৯:০৩

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৪টি চোরাই মোবাইল ফোনসহ ২জনকে পুলিশ গ্রেফতার করেছে। 

  গত ১৫ই নভেম্বর বিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অর্ধ-লক্ষাধিক টাকা মূল্যের স্যামসাং, অপো, ভিভো ও টেকনো ব্র্যান্ডের ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

  গ্রেফতারকৃতরা হলো- দৌলতদিয়া ইউনিয়নের গফুর মোল্লার পাড়া গ্রামের ইমান মন্ডলের আলমগীর মন্ডল আলম(৩২) ও একই ইউনিয়নের ওমর আলীর পাড়া গ্রামের মৃত মোকছেদ মৃধার ছেলে সেলিম মৃধা(৩৮)।

  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৬ই নভেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

রাজবাড়ীতে গাছ সুরক্ষার জন্য পেরেক অপসারণ কর্মসূচী শুরু
 কালুখালীতে মোবাইল কোর্টে মরা মুরগীর মাংস বিক্রেতাকে জরিমানা
 গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজী॥৬জনকে আটকের পর জরিমানা
সর্বশেষ সংবাদ