ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
চলতি অর্থ বছরে রাজবাড়ী জেলায় বিভিন্ন কৃষি ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-১৭ ১৩:১৭:১০

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে জেলায় নিম্নবর্ণিত কৃষি ও খাদ্য শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা করেছে। 

  সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে ধান ঃ মোট ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লক্ষ ২৩ হাজার ৬৮১ মেট্রিক টন (১ মেঃ টন সমান ১ হাজার কেজি) নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আউশ ধান ৬ হাজার ১৫৬ মেঃ টন, আমন ধান ১ লক্ষ ৬২ হাজার ৯১৫ মেঃ টন ও বোরো ধান ৫৪ হাজার ৬১০ মেঃ টন। জেলায় ধানের মোট চাহিদা ২ লক্ষ ২১ হাজার ১৭৮ মেঃ টন। সেই হিসাবে এই অর্থ বছরে জেলায় ২৮ হাজার ১৩১ মেঃ টন ধান উদ্বৃত্ত থাকবে। এছাড়া গত ২০২১-২০২২ অর্থ বছরে জেলায় ৬৫ হাজার ৩৬৬ হেক্টর জমিতে ২ লক্ষ ২০ হাজার ৫৯৯ মেঃ টন ধান উৎপাদিত হয়েছিল। তার মধ্যে ২ হাজার ২০৫ হেক্টর জমিতে ৪ হাজার ৯০০ মেঃ টন আউশ, ৫০ হাজার ২০৬ হেক্টর জমিতে ১ লক্ষ ৬১ হাজার ৯৬০ মেঃ টন আমন ও ১২ হাজার ৯৫৫ হেক্টর জমিতে ৫৩ হাজার ৭৩৯ মেঃ টন বোরো ধান উৎপন্ন হয়। 

  অপরদিকে, ২০১০ সালে জেলায় ৬২ হাজার ৩৭২ হেক্টর জমিতে ১ লক্ষ ৭০ হাজার ৯৫৭ মেঃ টন ধান উৎপাদিত হয়েছিল। তার মধ্যে ৭ হাজার ৩২৭ হেক্টর জমিতে ৬ হাজার ৩৩৭ মেঃ টন আউশ, ৩৫ হাজার ৪৪৪ হেক্টর জমিতে ৮৯ হাজার ৬৪ মেঃ টন আমন ও ১৯ হাজার ৬০১ হেক্টর জমিতে ৭৫ হাজার ৫৫৬ মেঃ টন বোরো ধান উৎপন্ন হয়েছিল।  

  গম ঃ মোট গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৭৫০ মেঃ টন। এছাড়া গত ২০২১-২০২২ অর্থ বছরে জেলায় ৮ হাজার ৯৩০ হেক্টর জমিতে ২৮ হাজার ৭১০ মেঃ টন গম উৎপাদিত হয়। 

  অপরদিকে, ২০১০ সালে জেলায় ১৫ হাজার ৬৩০ হেক্টর জমিতে ৩৮ হাজার ৮০৯ মেঃ টন গম উৎপন্ন হয়েছিল। 

  ভুট্টা ঃ মোট ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৬০ মেঃ টন। এছাড়া গত ২০২১-২২ অর্থ বছরে জেলায় ৫৩০ হেক্টর জমিতে ৪ হাজার ৮৯৯ মেঃ টন ভুট্টা উৎপাদিত হয়। 

  অপরদিকে, ২০১০ সালে জেলায় ১৫৭ হেক্টর জমিতে ৮৫৭ মেঃ টন ভুট্টা উৎপন্ন হয়েছিল।

  পাট ঃ মোট পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ লক্ষ ১৫ হাজার ৫০০ বেল (১ বেল সমান ১৮২.২৫ কেজি)। এছাড়া গত ২০২১-২০২২ অর্থ বছরে জেলায় ৪৮ হাজার ২০ হেক্টর জমিতে ৬ লক্ষ ১০ হাজার ৫২২ বেল পাট উৎপাদিত হয়। 

  অপরদিকে, ২০১০ সালে জেলায় ২৬ হাজার ৭০ হেক্টর জমিতে ৩ লক্ষ ১১ হাজার ৪১৮ বেল পাট উৎপন্ন হয়েছিল।

  আখ ঃ মোট আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪২ হাজার ২৫০ মেঃ টন। এছাড়া গত ২০২১-২২ অর্থ বছরে জেলায় ৮১০ হেক্টর জমিতে ৪১ হাজার ৭১৫ মেঃ টন আখ উৎপাদিত হয়। 

  অপরদিকে, ২০১০ সালে জেলায় ১ হাজার ১৮৫ হেক্টর জমিতে ৫৭ হাজার ৪৭২ মেঃ টন আখ উৎপন্ন হয়েছিল।

  তেল জাতীয় শস্য ঃ মোট তেল জাতীয় শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৩৪৭ মেঃ টন। এর মধ্যে সরিষা ৬ হাজার ৫৩ মেঃ টন, চিনা বাদাম ৩ হাজার ৬৯ মেঃ টন, সূর্যমুখী ১৩৫ মেঃ টন, তিষি ৫০ মেঃ টন ও তিল ৫ হাজার ৪০ মেঃ টন। উৎপাদনের চেয়ে ঘাটতি ১২ হাজার ২৪৭ মেঃ টন। 

  এছাড়া গত ২০২১-২০২২ অর্থ বছরে জেলায় ৯ হাজার ৫৬৩ হেক্টর জমিতে ১১ হাজার ২২৪ মেঃ টন তেল জাতীয় শস্য উৎপাদিত হয়েছিল। তার মধ্যে ৪ হাজার ৬৫ হেক্টর জমিতে ৪ হাজার ৫৫৩ মেঃ টন সরিষা, ১ হাজার ১২৫ হেক্টর জমিতে ১ হাজার ৮২২ মেঃ টন চিনা বাদাম, ৭৩ হেক্টর জমিতে ১১০ মেঃ টন সূর্যমুখী, ৩৫ হেক্টর জমিতে ৩৫ মেঃ টন তিষি ও ৪ হাজার ২৬৫ হেক্টর জমিতে ৪ হাজার ৭০৪ মেঃ টন তিল উৎপন্ন হয়। 

  অপরদিকে, ২০১০ সালে জেলায় ৮ হাজার ৩৭২ হেক্টর জমিতে ৭ হাজার ৯৫৭ মেঃ টন তেল জাতীয় শস্য উৎপাদিত হয়েছিল। তার মধ্যে ৩ হাজার ৭৯১ হেক্টর জমিতে ৩ হাজার ৬০১ মেঃ টন সরিষা, ৮৩৯ হেক্টর জমিতে ৮৫৭ মেঃ টন চিনা বাদাম, ৩ হেক্টর জমিতে ৩ মেঃ টন সূর্যমুখী, ৩৯৪ হেক্টর জমিতে ৩৩১ মেঃ টন তিষি ও ৩ হাজার ৩৪৫ হেক্টর জমিতে ৩ হাজার ১৪২ মেঃ টন তিল উৎপন্ন হয়।   

  ডাল জাতীয় ফসল ঃ মোট ডাল জাতীয় ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯ হাজার ৫৪৯ মেঃ টন। এর মধ্যে মসুর ৫ হাজার ৪৯০ মেঃ টন, ছোলা ২০ মেঃ টন, মুগ ৩০ মেঃ টন, মাসকলাই ৩১৫ মেঃ টন, খেসারী ২ হাজার ৫৫৪ মেঃ টন ও মটর ৫৯০ মেঃ টন। জেলার মোট চাহিদা ১৩ হাজার ৫৪৬ মেঃ টন। সেই হিসাবে ঘাটতি ৪ হাজার ২৭৬ মেঃ টন। এছাড়া গত ২০২১-২০২২ অর্থ বছরে জেলায় ৮ হাজার ৩৭০ হেক্টর জমিতে ৯ হাজার ২৭০ মেঃ টন ডাল জাতীয় শস্য উৎপাদিত হয়েছিল। তার মধ্যে ৫ হাজার ৩০০ হেক্টর জমিতে ৫ হাজার ৭০৮ মেঃ টন মসুর, ১৫ হেক্টর জমিতে ১১৫ মেঃ টন ছোলা, ৩০ হেক্টর জমিতে ৩০ মেঃ টন মুগ, ৩১৫ হেক্টর জমিতে ৩১৫ মেঃ টন মাসকলাই, ২ হাজার ২৩০ হেক্টর জমিতে  ২ হাজার ৬২৫ মেঃ টন খেসারী ও ৪৮০ হেক্টর জমিতে ৫৭৭ নমেঃ টন মটর ডাল উৎপন্ন হয়। অপরদিকে, ২০১০ সালে জেলায় ১০ হাজার ৫১৯ হেক্টর জমিতে ১০ হাজার ৯২০ মেঃ টন ডাল জাতীয় ফসল উৎপাদিত হয়েছিল। তার মধ্যে ৬ হাজার ২৩৫ হেক্টর জমিতে ৬ হাজার ৩৩৫ মেঃ টন মসুর, ২১৯ হেক্টর জমিতে ২১৯ মেঃ টন ছোলা, ১২৯ হেক্টর জমিতে ১০৮ মেঃ টন মুগ, ৭০০ হেক্টর জমিতে ৬৬৫ মেঃ টন মাসকলাই, ২ হাজার ৭৯০ হেক্টর জমিতে ৩ হাজার ১০৮ মেঃ টন খেসারী ও ৪৪৬ হেক্টর জমিতে ৪৭৭ নমেঃ টন মটর ডাল উৎপন্ন হয়।

  মসলা জাতীয় ফসল ঃ মোট মসলা জাতীয় ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লক্ষ ৮৬ হাজার ৮১৮ মেঃ টন। এর মধ্যে পেঁয়াজ ৪ লক্ষ ৩৯ হাজার ৪২৫ মেঃ টন, রসুন ৪৪ হাজার ৬৩ মেঃ টন, ধনিয়া ২ হাজার ১৫৬ মেঃ টন, মরিচ ৭৭৯ মেঃ টন ও কালোজিরা ৩৯৫ মেঃ টন। এর মধ্যে জেলায় পেঁয়াজ চাহিদার বিপরীতে ৩ লক্ষ ৭২ হাজার ৬৪৫ মেঃ টন উদ্বৃত্ত রয়েছে। এছাড়া গত ২০২১-২০২২ অর্থ বছরে জেলায় ৪৩ হাজার ৬২ হেক্টর জমিতে ৪ লক্ষ ৮৬ হাজার ৮১৮ মেঃ টন মসলা জাতীয় ফসল উৎপাদিত হয়েছিল। তার মধ্যে ৩৪ হাজার ৮৬৫ হেক্টর জমিতে ৪ লক্ষ ৩৭ হাজার ৯০৮ মেঃ টন পেঁয়াজ, ৫ হাজার ৮৬৫ হেক্টর জমিতে ৪১ হাজার ৬১৮ মেঃ টন রসুন, ১ হাজার ৫৩৬ হেক্টর জমিতে ১ হাজার ৭৫৫ মেঃ টন ধনিয়া, ৪০৫ হেক্টর জমিতে ৭৬৪ মেঃ টন মরিচ ও ৩৯১ হেক্টর জমিতে ৩৫৪ মেঃ টন কালোজিরা উৎপন্ন হয়। 

  অপরদিকে, ২০১০ সালে জেলায় ২০ হাজার ৫৭০ হেক্টর জমিতে ১ লক্ষ ৪৬ হাজার ৬৪০ মেঃ টন মসলা জাতীয় ফসল উৎপাদিত হয়েছিল। তার মধ্যে ১৩ হাজার ৮০২ হেক্টর জমিতে ১ লক্ষ ২২ হাজার ৪৯২ মেঃ টন পেঁয়াজ, ৩ হাজার ৮৭৫ হেক্টর জমিতে ২০ হাজার ৭১০ মেঃ টন রসুন, ২ হাজার ১৭ হেক্টর জমিতে ২ হাজার ২০ মেঃ টন ধনিয়া, ৮২৫ হেক্টর জমিতে ১ হাজার ৩৮৬ মেঃ টন মরিচ ও ৫১ হেক্টর জমিতে ৩২ মেঃ টন কালোজিরা উৎপন্ন হয়।

   শীত ও গ্রীষ্মকালীন শাক-সবজি ঃ মোট শাক-সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৯২ হাজার ৯৬০ মেঃ টন। তার মধ্যে শীতকালীন শাক-সবজি উৎপাদরেন লক্ষ্যমাত্রা ১ লক্ষ ২৫ হাজার ৪০০ মেঃ টন এবং গ্রীষ্মকালীন শাক-সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬৭ হাজার ৫৬০ মেঃ টন। এছাড়া গত ২০২১-২০২২ অর্থ বছরে জেলায় মোট ৮ হাজার ৯৬৫ হেক্টর জমিতে ১ লক্ষ ৮১ হাজার ৫৬৩ মেঃ টন শাক-সবজি উৎপাদিত হয়। এর মধ্যে ৫ হাজার ৪৪০ হেক্টর জমিতে ১লক্ষ ১৫ হাজার ১৮৫ মেঃ টন শীতকালীন শাক-সবজি ও ৩ হাজার ৫২৫ হেক্টর জমিতে ৬৬ হাজার ৪৬৮ মেঃ টন শাক-সবজি উৎপাদিত হয়। অপরদিকে, ২০১০ সালে জেলায় মোট ৭ হাজার ৯৫৫ হেক্টর জমিতে ১ লক্ষ ২০ হাজার ৭৬৯ মেঃ টন শাক-সবজি উৎপাদিত হয়। এর মধ্যে ৪ হাজার ৯৩৫ হেক্টর জমিতে ৭৮ হাজার ৯৪২ মেঃ টন শীতকালীন শাক-সবজি ও ৩ হাজার ২০ হেক্টর জমিতে ৪১ হাজার ৮২৭ মেঃ টন শাক-সবজি উৎপাদিত হয়। শাক-সবজির মোট চাহিদার চেয়ে উৎপাদন ৬২ হাজার ৭০৫ মেঃ টন বেশী। 

  উল্লেখ্য, চলতি অর্থ বছরের (২০২২-২০২৩) ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা জানা গেলেও সম্ভাব্য আবাদিত জমির পরিমাণ জানা যায়নি।

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ