ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীতে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত সচিব
  • শেখ মামুন
  • ২০২২-১১-১৮ ১৩:১১:৫৩

রাজবাড়ীতে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ঔষধ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ এনামুল হক ও বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক। 

   গতকাল ১৮ই নভেম্বর সকালে তারা রাজবাড়ীর অংকুর স্কুল এন্ড কলেজে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)-এর জেলা শাখা আয়োজিত ৬২তম ব্যাচের রাজবাড়ী-৩৪ নং প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

  বিসিডিএস-এর জেলা শাখার সভাপতি সেখ আব্দুর রউফ হিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিডিএস-এর জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মাদ মাহফুজুর রহমান। আরও বক্তব্য রাখেন বিসিডিএস-এর জেলা শাখার কর্যনির্বাহী পরিষদের সদস্য ও বিজয় টিভির রাজবাড়ী প্রতিনিধি শেখ আলী আল মামুন। এ সময় বিসিডিএস-এর জেলা শাখার অন্যান্য সদস্যগণসহ ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

  অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মোঃ এনামুল হক তার বক্তব্যে বলেন, অসুস্থ হলে মানুষ প্রথমেই ওষুধের ফার্মেসীতে যায়। এছাড়া রোগীরা চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসীতে আসে। সে ক্ষেত্রে ফার্মেসীগুলোতে প্রশিক্ষিত ফার্মাসিস্ট থাকলে তারা ওষুধের ব্যবহারসহ আনুষঙ্গিক বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। ফার্মেসীর লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রেও প্রশিক্ষিত ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক। বিসিডিএস-এর রাজবাড়ী জেলা শাখা প্রশিক্ষিত ফার্মাসিস্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন এবং প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে দায়িত্বশীলতার সাথে সেবা করার আহ্বান জানান। 

  এর আগে অতিথিগণ রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছালে বিসিডিএস-এর জেলা শাখার সদস্যগণ এবং ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের প্রশিক্ষণার্থীরা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে সেখান থেকে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানস্থল অংকুর স্কুল এন্ড কলেজে নিয়ে আসেন। এরপর তাদেরকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। পরিদর্শনকালে তারা ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের প্রশিক্ষণসহ বিসিডিএস-এর জেলা শাখার অন্যান্য কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

  উল্লেখ্য, বিসিডিএস-এর রাজবাড়ী জেলা শাখার তত্ত্বাবধানে ৬২তম ব্যাচের রাজবাড়ী-৩৪ নং প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে ২শত জন প্রশিক্ষণার্থী ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের প্রশিক্ষণ গ্রহণ করছে। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ