রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ফেসবুক ভিত্তিক হেল্পলাইন নামের একটি সংগঠনের পক্ষ থেকে বালিয়াকান্দি বাজার পরিচ্ছন্ন করার কাজে ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ (টিনের ড্রামের ডাস্টবিন, প্লাস্টিকের ঝুড়ি ইত্যাদি) প্রদান করা হয়েছে। গতকাল ১৯শে নভেম্বর সকালে বাজার কমিটির কাছে এগুলো হস্তান্তরের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।