ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
করোনায় আক্রান্ত সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ খালেকের অবস্থার অবনতি॥ঢাকায় স্থানান্তর
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-২০ ১৫:১৩:১৮
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ এম.এ. খালেক

করোনা ভাইরাসে(কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ এম.এ. খালেক(৬৫)।
  এডঃ এম.এ খালেকের বড় ছেলে রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেল বলেন, আমার বাবা করোনার উপসর্গ নিয়ে গত ১৩ই আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দেন। ১৬ই আগস্ট তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। নমুনা দেয়ার দিন থেকেই তিনি হালকা কাঁশি ও জ্বর নিয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন। গত ১৮ই আগস্ট দিনগত রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন গত ১৯শে আগস্ট সকালে তাকে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
  তিনি বলেন, বাবার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শ্বাসকষ্ট হওয়াতে প্রতিনিয়ত অক্সিজেন চলছে। সকলে দোয়া করবেন মহান আল্লাহ্ রাব্বুল আলামীন যেন আমার বাবাকে দ্রুত সুস্থ করে দেন।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ