ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
দৌলতদিয়ায় ঢাকাগামী ২টি বাস থেকে ফেন্সিডিল ও হেরোইনসহ ২জন গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১১-২১ ১৩:৪৩:৪৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঢাকাগামী ২টি বাস থেকে ৩০ বোতল ফেন্সিডিল ও ২ গ্রাম হেরোইনসহ ২জন যাত্রীকে পুলিশ গ্রেফতার করেছে। 
  গোপন সংবাদের ভিত্তিতে গত ২০শে নভেম্বর রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর সামনে মহাসড়কের উপর পৃথক চেকপোস্ট বসিয়ে তাদেরকে গ্রেফতার করে। 
  গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী পৌরসভার লক্ষ্মীকোল গ্রামের মৃত জয়েদ আলী শেখের ছেলে মামুন শেখ(৩৩) ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর গ্রামের উকিল প্রামানিকের ছেলে হারুন অর রশিদ প্রামানিক(২৮)। তাদের মধ্যে হারুন অর রশিদ প্রামানিককে ৩০ বোতল ফেন্সিডিলসহ এবং মামুন শেখকে পলিথিনের ছোট ছোট পুরিয়া করা ২ গ্রাম ওজনের হেরোইনসহ গ্রেফতার করা হয়। 
 গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২১শে নভেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ