আগামী ২৯শে নভেম্বর রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ-এর কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রার্থী হয়েছে বর্তমান কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি রুহুল আমিন গাজী বিপ্লব।
গতকাল ২২শে নভেম্বর দুপুরে তিনি রাজধানী ঢাকার কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে সভাপতি পদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম-ফয়সাল দিদার দিপু, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহীম খান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি শাহ্ ইমরান রিপন, সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম-সাধারণ জুবায়ের আহমেদ, আইন সম্পাদক মাহমুদ আলম তপু, শিক্ষা বিষয়ক সম্পাদক তাহমিদুল হক প্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সমাজ সেবক আবুল হোসেন গাজীর ছেলে রুহুল আমিন গাজী বিপ্লব ২০১৯ সালের ২২শে ডিসেম্বর থেকে জাতীয় ছাত্র সমাজ-এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও ২০১৩ সালের ২১শে নভেম্বর থেকে রাজবাড়ী জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য (২০১৩-২০১৮) ও রাজবাড়ী সদর উপজেলা শাখার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
জাতীয় ছাত্র সমাজ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রার্থী হওয়ার বিষয়ে জনপ্রিয় ছাত্রনেতা রুহুল আমিন গাজী বিপ্লব বলেন, আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে জাতীয় ছাত্র সমাজের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতির সাথে জড়িত। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে পার্টির বর্তমান চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি.এম কাদেরের নেতৃত্বে তার পরামর্শক্রমে কাজ করে চলেছি। কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হলে সংগঠনকে তৃণমূল থেকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাব।