ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বালিয়াকান্দিতে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১১-২৪ ১৩:৩৮:১৬

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

   জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড শুরু হয়েছে। 

  গতকাল ২৪শে নভেম্বর সকালে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে অতিথিগণ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় বালিয়াকান্দি উপজেলার ১১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক স্টল রয়েছে। 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ