রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে নভেম্বর দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসাবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। আলোচনা পর্বের শেষে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন পরিষদের সচিবগণ অংশগ্রহণ করেন।