রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টের পলাতক ৪ আসামী গ্রেপ্তার হয়েছে।
গত ২৫শে নভেম্বর রাতে থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রামের ইবাদত মৃধার ছেলে ইনামুল মৃধা, বলরামপুর মধ্যপাড়া গ্রামের খোকন মন্ডলের ছেলে তামিম মন্ডল, কুড়াপাড়া গ্রামের মৃদ সিদ্দিক মন্ডলের ছেলে জামাল মন্ডল ও মাদারীপুর জেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের মৃত মনছুর মোল্লার ছেলে পলাশ মোল্লা। গ্রেপ্তারকৃতদের গতকাল ২৬শে নভেম্বর আদালতে সোপর্দ করা হয়।