ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের মামলায় গোয়ালন্দের এক যুবক গ্রেফতার
  • আবুল হোসেন
  • ২০২২-১১-২৮ ১৪:২১:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় এস.এম রাব্বী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

   গত ২৭শে নভেম্বর তাকে ফরিদপুর থেকে গ্রেফতারের পর গতকাল ২৮শে নভেম্বর আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত রাব্বী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। 

   গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ২১শে জুন এনটিভি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে ‘আজ বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ নামক একটি সংবাদের পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর মন্তব্য করে। এ ঘটনায় থানার এসআই শাহিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-২৪, তারিখ-২৩/০৬/২০২২ ইং, ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯/৩১(২)। মামলার পর থেকে রাব্বী পলাতক ছিল।  

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ