ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শ্রদ্ধা নিবেদন
  • মোক্তার হোসেন
  • ২০২২-১১-৩০ ১৩:৪৪:০৪

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় গতকাল ৩০শে নভেম্বর দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা।

    জানা যায়, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজের নেতৃত্বে জেলা পরিষদের পাংশা উপজেলা ওয়ার্ডের (ওয়ার্ড নং-৩) নবনির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডুসহ জেলা পরিষদের রাজবাড়ী সদর উপজেলা ওয়ার্ডের (ওয়ার্ড নং-১) নবনির্বাচিত সদস্য আজম মন্ডল, গোয়ালন্দ উপজেলা ওয়ার্ডের (ওয়ার্ড নং-২) নবনির্বাচিত সদস্য ইউনুস মোল্লা, বালিয়াকান্দি উপজেলা ওয়ার্ডের (ওয়ার্ড নং-৪) নবনির্বাচিত সদস্য আব্দুল বারিক বিশ্বাস, কালুখালী উপজেলা ওয়ার্ডের (ওয়ার্ড নং-৫) নবনির্বাচিত সদস্য ইউসুফ হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শাহানা বেগম ও সফুরা খাতুনের সমন্বয়ে প্রতিনিধিদল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায়।

     এ সময় ৭৫’র ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

 বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্তমান প্রস্তাবিত কমিটির সহসভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধি সৌধ মন্তব্য খাতায় তার মন্তব্য লিপিবদ্ধ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে রাজবাড়ী জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, রাজবাড়ী জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ