রাজবাড়ী জেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল ৩০শে নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার জেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।