ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা দিবস উদযাপিত
  • মোক্তার হোসেন
  • ২০২২-১২-০১ ১৩:৫৬:৪৪

রাজবাড়ীর পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল ১লা ডিসেম্বর সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা দিবস-২০২২ উদযাপিত হয়েছে। 
  এ উপলক্ষে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
   জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে ব্যানার ও বাদ্যযন্ত্রসহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পাংশা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতৃবৃন্দ।
শেষে পাংশা উপজেলা পরিষদ চত্বরে আলোলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা ওসমান গনী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন (নবাব), বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাতুল কৃষ্ণ হালদার, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বিশ্বাস (বকুল)সহ বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সবার মাঝে খাদ্য বিতরণ করা হয়।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ