ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১২-০৩ ১৩:৫৫:৪২

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
   গতকাল ৩রা ডিসেম্বর দুপুরে বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তী কান্ত, প্রধান বক্তা হিসাবে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, বিশেষ অতিথি হিসাবে জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, জঙ্গল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ