ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে, রাজবাড়ী জেলা সংসদের ব্যবস্থাপনায় এবং জেলা শিল্পকলা একাডেমী ও স্বদেশ নাট্যাঙ্গনের সহযোগিতায় গতকাল ৩রা ডিসেম্বর রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের রাজবাড়ী জেলা সংসদের সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন সাবেক সিভিল সার্জন ডাঃ পারিজাত কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের জেলা সংসদের সাধারণ সম্পাদক শাহ্ মুজতবা রশীদ আল কামাল। অন্যান্যদের মধ্যে ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ও বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম, রাজবাড়ী সরকারী কলেজ থিয়েটারের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষক মোঃ নাসির উদ্দিন, ফরিদপুরের হাজী আবুল হোসেন কলেজ থিয়েটারের সহকারী অধ্যাপক আব্দুর রব, অংকুর স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, কবি ও নাট্যকার ইউসুফ বাশার আকাশ প্রমুখ বক্তব্য রাখেন। প্রশিক্ষক হিসাবে ছিলেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হাবীব তাড়াশী, জেলা সংসদের উপদেষ্টা নাট্যজন ম. নিজাম এবং সহকারী প্রশিক্ষক হিসাবে ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক জিহাদুর রহমান। সঞ্চালনায় ছিলেন জেলা সংসদের সহ-সভাপতি অজয়দাস তালুকদার। রাজবাড়ী সরকারী কলেজ, ডাঃ আবুল হোসেন কলেজ, মীর মশাররফ হোসেন কলেজ, অংকুর স্কুল কলেজ ও হাজী আবুল হোসেন কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় নাট্যকর্মীসহ অর্ধশতাধিক নাট্যকর্মী এই নাট্য কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।