রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩রা ডিসেম্বর বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান সরদারের সভাপতিত্বে পথসভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ রুহুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শামীম আহম্মেদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কাঞ্চন বক্তব্য দেন।
উল্লেখ্য, তৃনমূলে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি গতিশীল করার লক্ষ্যে গত ২৭শে নভেম্বর তিন বছরের জন্য রাজবাড়ী সদর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি অনুমোদন দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।