ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
বালিয়াকান্দির ভীমনগর বাজারের লাইসেন্স বিহীন ১টি দোকান থেকে ভেজাল কীটনাশক জব্দ
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১২-০৪ ১৩:১৭:৫৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভীমনগর বাজারের লাইসেন্স বিহীন একটি দোকান থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভেজাল কীটনাশক জব্দ করে দোকানটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা কৃষি অফিস।

   ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গত ৩রা ডিসেম্বর বিকালে বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভীমনগর বাজারের কামরুল শেখের দোকান থেকে ভেজাল কীটনাশকগুলো জব্দ করেন। এছাড়া ভেজাল কীটনাশক পাওয়ায় ও দোকানের লাইসেন্স না থাকায় দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো--স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডঃ নেকবর হোসেন মনি
পাংশার নাদুরিয়ায় উপজেলা চেয়াম্যান প্রার্থী সাইফুল ইসলাম বুড়ো’র নির্বাচনী পথসভা
গোয়ালন্দে অভিযান সত্বেও থামছে না বেপরোয়া মাটি ও বালি ব্যবসায়ী চক্র
সর্বশেষ সংবাদ