ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দে স্কুল শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-০৬ ১৩:১৫:২৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ(হ্যান্ডওয়াশ ও মাস্ক) বিতরণ করা হয়েছে। 

  গতকাল ৬ই ডিসেম্বর দুপুরে এনজিও গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ও মাল্টিসার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্মল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, অন্যান্যদের মধ্যে সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মাসুদ মন্ডল, জামতলা দাখিল মাদ্রাসার সুপার আবজাল হোসেন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক জুলফিকার আলী, সহকারী ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, প্যারামেডিক শিহাব উদ্দিন ও দুলালী আক্তার চাঁদনী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ