ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে ‘যাপিত জীবন’ নামক চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিলেন পরিচালক কাজী হায়াত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১২-০৬ ১৩:২৯:০০

রাজবাড়ীতে ‘যাপিত জীবন’ নামক একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিলেন প্রখ্যাত চিত্র পরিচালক কাজী হায়াৎ। তিনি সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। 
  গতকাল ৬ই ডিসেম্বর বিকালে রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দানের হোসনাবাদ হলে এই শুটিং অনুষ্ঠিত হয়। কাজী হায়াৎ ছাড়াও গাজী রাকায়েত, ইমতিয়াজ বর্ষণসহ স্থানীয় শিল্পীরা শুটিংয়ে অংশ নেন। এদিন তারা দেশভাগ পূর্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘পূর্ব বঙ্গীয় সাহিত্য সম্মেলন-১৩৫৫’-এর শুটিং করেন।  
  উল্লেখ্য, প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে একই নামে সরকারী অনুদানে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করছেন হাবিবুল ইসলাম হাবিব। এতে আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, মৌসুমী হামিদ, মামুনুর রশীদ, ডলি জহুরসহ অন্যান্যরা অভিনয় করছেন। গত প্রায় ১৫দিন ধরে রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং করা হচ্ছে।  

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ