ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
রাজবাড়ীতে টিআইবি সনাকের ২দিনব্যাপী তথ্য মেলা সমাপ্ত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১২-০৭ ১৩:৩০:৩৩

রাজবাড়ীর রেলওয়ে আজাদী ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় টিআইবি সনাক আয়োজিত ২দিনব্যাপী তথ্য মেলা সমাপ্ত হয়েছে। 
  গতকাল ৭ই ডিসেম্বর সন্ধ্যায় তথ্য মেলার সমাপনী অনুষ্ঠানে রাজবাড়ী সনাকের সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অন্যান্যদের মধ্যে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহমেদ ও  সনাকের সহ-সভাপতি মুহাম্মদ সাইফুলাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাকের সদস্য সানজিদা আক্তার ও জাহাঙ্গীর হোসেন। 
  প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, যে তথ্য প্রদানযোগ্য সেটি দিতে হবে। ব্যক্তিগত কোনো তথ্য প্রদান করা যাবে না। যেটি কাজে লাগবে সেটি দেওয়া যাবে এবং স্বপ্রণোদিত হয়ে প্রকাশ করতে হবে। এখন সরকারী সকল দপ্তরে ওয়েবসাইটে রয়েছে, সেখানে ফোন নম্বর থেকে শুরু করে সকল তথ্য রয়েছে। যে কেউ ইচ্ছা করলেই ওয়েবসাইটগুলো থেকে তথ্য পেতে পারে। 
  উল্লেখ্য, তথ্য মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ২৮টি দপ্তর অংশগ্রহণ করে। এর মধ্যে নির্বাচিত ৩টি (১ম টিটিসি, ২য় বিআরটিএ ও ৩য় মহিলা বিষয়ক অধিদপ্তর)সহ অংশগ্রহণকারী সকল স্টলের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

 

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
শহীদওহাবপুরে ড্রেজার ও বেকু দিয়ে ফসলী জমির মাটি উত্তোলনের হিড়িক
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
সর্বশেষ সংবাদ