ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
পাংশায় গড়াই নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে ডিসি
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১২-০৭ ১৩:৩৩:১৪

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান গত ৪ঠা ডিসেম্বর দুপুরে জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া ঘাট এলাকায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ পর্যন্ত গড়াই নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

  এ সময় রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল আমিন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবজাল হোসেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল, এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী জুনায়েদ খান, পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদসহ ঠিকাদার উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, ঝিনাইদহ-মাগুরা জেলার সাথে পাংশা উপজেলার সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ২০২০ সালের ৩রা জুন এলজিইডির ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (সিআইবিআরআর)’-এর আওতায় ৬৩ কোটি ৯১ লক্ষ ৬৮ হাজার ১৭০ টাকা ব্যয়ে গড়াই নদীর উপর ৬৫০ মিটার দৈর্ঘ্যরে পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ঢাকার গুলশানের এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ২০২৩ সালের জুন মাসে সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হওয়ায় কথা রয়েছে।

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
শহীদওহাবপুরে ড্রেজার ও বেকু দিয়ে ফসলী জমির মাটি উত্তোলনের হিড়িক
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
সর্বশেষ সংবাদ