রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ (পলিথিনের ছোট ছোট পুরিয়া করা) নুরুল ইসলাম (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৭ই ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নুরুল ইসলাম মানিকগঞ্জ জেলার ঘিওর থানার গোলাপনগর এলাকার মুনছুর আলীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৮ই ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।