রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের পতিত জমিতে সবজি চাষের উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।
গতকাল ৮ই ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারী বাসভবনের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১বিঘার মতো জমি সবজি চাষের উপযোগী করতে পাওয়ার টিলার দিয়ে চাষ দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মইনুদ্দিন সাআদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান(১ ইঞ্চি জমিও ফেলে না রাখার) অনুযায়ী উপজেলা পরিষদের পড়ে থাকা এই জমিতে সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, এখানকার প্রায় ১বিঘা পরিমাণ জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করা যাবে। সঠিকভাবে পরিচর্যা করলে ভালো ফলনও হবে।