চলমান বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে মোটর সাইকেলে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা।
গতকাল ১০ই ডিসেম্বর বিকালে গোয়ালন্দের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বর থেকে উল্লসিত আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ শোভাযাত্রাটি বের করে। গোয়ালন্দ পৌর শহর ও মহাসড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। দুই শতাধিক আর্জেন্টিনা সমর্থক প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে পতাকা হাতে দেড় শতাধিক মোটর সাইকেলে এই শোভাযাত্রায় অংশ নেয়। এ সময় মেসির ভক্তদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাঁশির তালে তালে আনন্দে মেতে ওঠে তারা।
শোভাযাত্রার অন্যতম আয়োজক গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা দলকে সমর্থন করে। আমি ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনার ভক্ত। তাই প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ, তাই এই বিশ্বকাপটি খুবই স্পেশাল।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী আর্জেন্টিনার সামর্থক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় বলেন, আর্জেন্টিনা আমার প্রিয় দল। ছোটবেলা থেকেই এই দলটিকে সাপোর্ট করি। এবারের কাতার বিশ্বকাপ ফুটবল আসরে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। শুধু মেসিই নয়, এ দলের সব সদস্যই স্টার। এবার বিশ্বকাপের ট্রফি মেসির হাতেই উঠবে।
আর্জেন্টিনার আরেক সমর্থক ও গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল বলেন, এবার আর্জেন্টিনা খুব ভালো খেলছে। মেসির হাতেই কাপটি উঠবে। সমর্থক হিসাবে এটাই আমাদের প্রত্যাশা।