ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দের ২০ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-১২-১০ ১৩:১৪:২২

মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ২০ জন জেলেকে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়েছে। 

  গোয়ালন্দ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ১০ই ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বকনা বাছুরগুলো বিতরণ করা হয়। 

  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, এর আগে একই প্রকল্পের আওতায় গত ১৩ই নভেম্বর গোয়ালন্দ উপজেলার আরও ২০ জন জেলের মধ্যে ১টি করে বকনা বাছুর বিতরণ করা হয়। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ