ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশার নাদুড়িয়া দত্তপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ
  • মোক্তার হোসেন
  • ২০২২-১২-১২ ১৪:৩৯:২০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুব্রত কুমার দাস সাগরের নেতৃত্বে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গতকাল ১২ই ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার কসবামাজাইল ইউপির নাদুড়িয়া দত্তপাড়ায় ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।
  জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি ও বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগরের নেতৃত্বে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু ও অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা পরিতোষ করের সমন্বয়ে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদল নাদুড়িয়া দত্তপাড়ায় ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন। এ সময় শৈলেন্দ্রনাথ বিশ্বাস, অরবিন্দু জোয়ার্দ্দার, গিরিন্দ্রনাথ মন্ডল, রনজিৎ মন্ডল, অসিত কুমার বিশ্বাস, গোপাল চন্দ্র বিশ্বাস, অনিল কুমার মন্ডল, চয়ন কুমার বিশ্বাস, সঞ্জয় কুমার বসু, পঙ্কজ কুমার, নরোত্তম কুমার প্রমূখ উপস্থিত ছিলেন। নাদুড়িয়া দত্তপাড়া মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি বিনোদ কুমার মাস্টার, সাধারণ সম্পাদক বিদ্যুত কুমার মন্ডল ও কোষাধ্যক্ষ বিকেন্দ্রনাথ বিশ্বাস পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানায়।
  নাদুড়িয়া দত্তপাড়া মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি বিনোদ কুমার মাস্টার জানান, নাদুড়িয়া উত্তরপাড়া-দত্তপাড়া সর্বজনীন দুর্গা পূজা মন্দির প্রাঙ্গনে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ৪র্থ বার্ষিকী ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান গত ১১ই ডিসেম্বর সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ তৎপর শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস হয়। গতকাল ১২ই ডিসেম্বর অরুণোদয় হতে নাম সংকীর্তন শুরু হয়েছে। নাম সংকীর্তন পরিবেশন করছেন ঢাকার নন্দ গোপাল সম্প্রদায়, যশোরের ভক্ত হরিদাস সম্প্রদায়, গোপালগঞ্জের মাধবীলতা সম্প্রদায়, মাগুরার রাই কিশোরী সম্প্রদায়, পাংশার যোগমায়া সম্প্রদায় ও হরিবাসর সেবা সংঘ।
  পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুব্রত কুমার দাস সাগরসহ উপস্থিত সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নাদুড়িয়া দত্তপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে নাদুড়িয়া দত্তপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন তারা।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ