ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
কালুখালীর বাংলাদেশ হাটের মুদী ফার্মেসী ও হোটেলের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১২-১২ ১৪:৫২:২০

 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট বাজারের ৩টি মুদী দোকান, ওষুধের ফার্মেসী ও খাবারের হোটেলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ১২ই ডিসেম্বর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে যথাযথভাবে পণ্য বিক্রি না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বাংলাদেশ হাটের সেলিম স্টোর নামক মুদী দোকানের মালিককে ২ হাজার টাকা, মজিদ মেডিকেল হল নামক ওষুধের দোকানের মালিককে ২ হাজার টাকা ও মুসলিম হোটেল নামক খাবারের দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
  জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ