ঢাকা সোমবার, জুলাই ৭, ২০২৫
ডিবি’র অভিযানে খানখানাপুর থেকে চোরাই মোবাইল ফোনসহ গ্রেপ্তার-১
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-১৩ ১৪:২৮:৩৯

রাজবাড়ী ডিবি’র অভিযানে সদর উপজেলার খানখানাপুর থেকে ৪টি চোরাই মোবাইলসহ সুমন সরদার(৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৩ই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে খানখানাপুর বড় ব্রীজ এলাকার মোস্তফার ইটের ভাটার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন সরদার বরিশাল জেলার বানারীপাড়া থানার বড় চাওলাকাঠি গ্রামের খলিল সরদারের ছেলে। 
  ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত সুমন সরদারের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার শোক মিছিল
পাংশা উপজেলায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দৌলতদিয়ায় পবিত্র আশুরা পালিত
সর্বশেষ সংবাদ