ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
গোয়ালন্দে বিভিন্ন আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১২-১৪ ১৪:১২:১৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 
  এ উপলক্ষ্যে গতকাল ১৪ই ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 
  এ সময় উপজেলা প্রশাসন ছাড়াও উপজেলা পরিষদ ও গোয়ালন্দ ঘাট থানার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া করা হয়। উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। 

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ