ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
কালুখালীর সাওরাইল ইউনিয়ন পরিষদে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২২-১২-১৫ ১৪:০৩:৪২

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ১৫ই ডিসেম্বর সকালে সাওরাইল ইউনিয়ন পরিষদের হলরুমে ‘সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা (কমিউনিটি ডায়ালগ) অনুষ্ঠিত হয়। 

  সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সমাজকর্মী নীলকমল প্রামানিক, ইউপি সদস্য মাসুদ রানা, রফিকুস সালেহিন, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মুন্নি খাতুন ও রোজিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। 

  সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, সমাজকর্ম ও শিশু সুরক্ষার বিষয়ে ১০৯৮ নম্বরে কল দিয়ে ২৪ ঘন্টা সেবা পাওয়া যায়। এ ব্যাপারে সমাজকর্মীরা দায়িত্ব পালন করছেন। এছাড়া দেশের বিভিন্ন সরকারী হাসপাতালে গরীব রোগীদের সহায়তার জন্য সমাজসেবা বিভাগের উদ্যোগে রোগী কল্যাণ সমিতি চালু আছে। 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ